পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি ও তার সহযোগীদের পদত্যাগ দাবি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১১:৫৪
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ জামিনুর রহমান ও তার সহযোগীদের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমডির নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, হামলা ও লুটপাটের অভিযোগে পদত্যাগ দাবি তোলেন তারা।
সংবাদ সম্মেলনে ব্যাংকটির কর্মকর্তারা বলেন, এমডি জামিনুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরই রাজনৈতিক মদদপুষ্ট হয়ে ব্যাংকে আধিপত্য বিস্তার, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনৈতিক প্রভাবের ফলে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। আমরা চাই স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।