You have reached your daily news limit

Please log in to continue


রাসেল-হোল্ডারদের আবার পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ, তবে চোখ ২০২৬ বিশ্বকাপে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ২৩ আগস্ট থেকে শুরু তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে নেই আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিংরা। তবে এ সিরিজ দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের দিকে নজর দিতে চান কোচ ড্যারেন স্যামি।

৩৬ বছর বয়সী রাসেল ‘বিশ্রাম ও সেরে উঠতে সময় চেয়েছেন’ বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম। ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রাসেল। সর্বশেষ ইংল্যান্ডে দ্য হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়েও খেলেন এ অলরাউন্ডার।

অন্যদিকে হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পাঁচটি টেস্ট ম্যাচ খেলার পর। সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি চোটের কারণে। রাসেল ও হোল্ডার—দুজনই এ সময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞান ও মেডিসিন দলের সঙ্গে কাজ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন