You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ-তেল-গ্যাসের গ্রাহকদের সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না।  রোববার বিকালে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মানুষ গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত ১৫ বছরে বিদ্যুতের দাম ১৮-১৯ বার আর গ্যাসের দাম ১০-১২ আর বেড়েছে।

সামনের দিনগুলোতে মানুষ জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। আজকে যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেওয়া হয়েছে সেটা সেই কারণেই।‌ আপনাদের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বাইরে গিয়ে আমরা বলে দিলাম, দাম এত বাড়ল। কিন্তু এটা আমরা করব না।’

ফাওজুল কবির আরও বলেন, ‘এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে। তাই অনেক কিছুরই পরিবর্তন দেখতে পাবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন