ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানা সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত সব কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
এজন্য বিশেষ পরিদর্শন টিম পাঠাবে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) কর্তৃপক্ষ।
বাজার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বিভাগের কর্মকর্তাদের মধ্যে থেকে একটি দল এ পরিদর্শন কার্যক্রম করবে জানিয়ে ডিএসই চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, কোম্পানিগুলোর ‘অপারেশনাল’ কার্যক্রম কীভাবে চলছে, তা দেখে আসার পর সেটির ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে সুপারিশ প্রতিবেদন দেওয়া হবে।