৫ বছরে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ

প্রথম আলো প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১৩:৪২

তাওফিকুর রহমান প্রায় দুই বছর ধরে বেকার বসে আছেন। ২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি। প্রথম দিকে সরকারি চাকরির জন্য আবেদন করেছেন। কিন্তু কোনো চাকরি মেলেনি। এখন যেকোনো চাকরি হলেই বাঁচেন—সরকারি কিংবা বেসরকারি। চাকরির জন্য একের পর এক আবেদন করেই যাচ্ছেন।



মা-বাবার বড় সন্তান তাওফিকুর রহমান। ছোট দুই বোন পড়াশোনা করছেন। তাঁর বাবা গাইবান্ধার একটি স্কুলের প্রধান শিক্ষক, বর্তমানে পক্ষাঘাতে আক্রান্ত। অবসরে যাওয়ারও সময় হয়ে এসেছে। তাই তাওফিকুর রহমানকে সংসারের হাল ধরতে হবে। কিন্তু চাকরি না পেয়ে নিজেই ধারদেনা করে চলছেন, মাঝেমধ্যে বাড়ি থেকেও টাকা আনতে হয়।


তাওফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মা-বাবা খুব আশা করে পড়াশোনা করিয়েছেন। দুই বছর ধরে বেকার বসে আছি। বাড়ির বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে পারছি না। নিজের কাছেই লজ্জা লাগে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও