৪ বছর পর আইফোনে ফোর্টনাইট গেইম, আপাতত ইইউতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১২:৫৯
চার বছর অপেক্ষার পর ইইউ অঞ্চলের আইফোনে ফিরছে জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটার গেইম ফোর্টনাইট।
ইইউ’র বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিষয়টি জানিয়েছে গেইমের নির্মাতা কোম্পানি এপিক গেইমস।
২০১৭ সালে প্রকাশ পেয়েছিল ফোর্টনাইট গেইমটি। এটি যুক্তরাষ্টভিত্তিক স্টুডিও এপিক-এর তৈরি। পাশাপাশি বিশ্বের বৃহত্তম গেইম স্টুডিও চীনের টেনসেন্ট-এর সমর্থনও আছে এতে। প্রকাশের পরপরই, গেইমের ‘লাস্ট ম্যান স্ট্যান্ডিং’ ও ‘ব্যাটল রয়্যাল’ ফরম্যাটগুলো জনপ্রিয় হয়ে ওঠে এবং লাখ লাখ গেইম খেলোয়াড়কে আকর্ষণ করে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- মোবাইল গেম