পর্যটনে হাজার কোটির ধাক্কা, উত্তরণ কীভাবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৮

কোটা সংস্কার আন্দোলন থেকে ক্ষমতার পালাবদল- এই অস্থির সময়ে ধস নেমেছে দেশের পর্যটন ব্যবসায়।


পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, অস্থিরতার এক মাসে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছেন তারা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তা ভর করেছে তাদের মধ্যে।



তবে সরকারি কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিদেশে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, যা কাজে লাগিয়ে পর্যটন খাতে প্রাণ ফেরানো যেতে পারে। তা ছাড়া দূতাবাস ও হাইকমিশনগুলোকেও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার বার্তা প্রচার করতে বলা হচ্ছে।


১৫ জুলাই কোটা আন্দোলন সহিংস হয়ে ওঠার পর থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে, যার পরিণতি আসে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে; গঠন হয় অন্তর্বতী সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও