৬০ বছরের জীবনের অর্ধেকটাই কাটিয়ে দিলেন সেতুর নিচে
নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। বিশ্বের অন্যতম ব্যস্ত শহরটিতে বিপুল গৃহহীন মানুষ রয়েছেন। এ রকমই একজন লিয়ায়ু সাআদু। ৬০ বছর বয়সী সাআদু তাঁর জীবনের অর্ধেকই কাটিয়ে দিয়েছেন লাগোসের একটি সেতুর নিচে।
লাগোসের ওবালেন্দে সেতুর নিচে সাআদুর সঙ্গে বর্তমানে ৬০ জনের বেশি গৃহহীন মানুষ বাস করেন। সাআদুকে তাঁরা সবাই গুরু মানেন।
অর্থনৈতিক সংকট ঘোচানোর আশায় নাইজেরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শহরটিতে দৈনিক অনেক মানুষই আসেন। তাঁদের বেশির ভাগ ভাঙারি কুড়ানো, জুতা সেলাই বা কারখানার ছোটখাটো কাজ করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঝুঁকিপূর্ণ বসবাস
- ভূমিহীন