জাতিসংঘের ‘গুম বিষয়ক কনভেনশন’-এ সই করবে বাংলাদেশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০৯:০০
জাতিসংঘের প্রায় সব মৌলিক চুক্তির অংশীদার বাংলাদেশ। তবে, এখন পর্যন্ত বাংলাদেশ সংস্থাটির ‘গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশন’-এ স্বাক্ষর করেনি। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ইস্যুতে বিশেষ গুরুত্ব দিতে চায়।
তারই পরিপ্রেক্ষিতে এবার ‘গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশন’-এ স্বাক্ষর করতে সম্মত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আশা করা হচ্ছে, খুব দ্রুতই জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে যুক্ত হবে বাংলাদেশ। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া, দেশের মানবাধিকার সংস্থাকে কার্যত অবস্থায় নিয়ে যাওয়া। এছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন রাখা হবে কি হবে না, তা নিয়েও ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে