You have reached your daily news limit

Please log in to continue


নতুন রূপে আসছে মারুতি অল্টো

জাপানি গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি আনছে বাজারে। আবার পুরোনো জনপ্রিয় মডেলগুলো নতুন করে বাজারে আনে সংস্থা। এবার ১০০ কেজি ওজন কমিয়ে নতুন চেহারায় ফিরছে মারুতি অল্টো। সুজুকি মোটর কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় গাড়ি অল্টো। বর্তমানে গাড়ির অষ্টম প্রজন্ম বিক্রি হচ্ছে বাজারে।

বর্তমানে গাড়ির যে সংস্করণ বিক্রি হয়, তা লঞ্চ হয়েছে ২০২২ সালে। এটি অন্যান্য সংস্করণের তুলনায় হালকা। কারণ এটি হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। গাড়ির কার্ব ওয়েট ৬৮০ কেজি। তবে আরও হালকা গাড়ি আনতে চলেছে সুজুকি। ১০০ কেজি ওজন কমিয়ে আসতে চলেছে মারুতি সুজুকি অল্টো। ফলে মাইলেজ আরও ভালো পাওয়া যাবে বোঝা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন