সেতু ধ্বংসে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেইন: রাশিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ১৮:৪০
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুর্স্ক অঞ্চলের সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেইন পশ্চিমা ক্ষেপণাস্ত্র, সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস (হাইমরাস) ব্যবহার করেছে।
শুক্রবারের এ হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে।
শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “প্রথমবারের মতো কুস্র্ক অঞ্চলে পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হানালো। সম্ভবত আমেরিকান এইচআইএমএআরএস।