You have reached your daily news limit

Please log in to continue


একমাত্র দল হিসেবে দলবদলে নেই লিভারপুল, কেন এমন সিদ্ধান্ত স্লটের?

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে ৩টি লিগই মাঠে গড়িয়েছে এরমাঝে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং স্প্যানিশ লা লিগার দলগুলো এরইমাঝে নিজেদের দলকে গুছিয়ে নিয়েছে। শনিবার রাত থেকেই মাঠে গড়াবে ইতালিয়ান সিরি’আ এর লড়াই। জার্মান বুন্দেসলিগা শুরু হতে অবশ্য বাকি আছে পুরো একটি সপ্তাহ। 

ইউরোপের শীর্ষ ৫ লিগের দলগুলোর সবাই যখন নতুন মৌসুমে নিজেদের স্কোয়াডের শক্তিমত্তা বাড়াতে ব্যস্ত, তখন লিভারপুলের অবস্থা পুরোপুরি ভিন্ন। চলতি মৌসুম দিয়েই অলরেডদের ডাগআউটে আসছেন ডাচ কোচ আর্নে স্লট। কিন্তু নতুন মৌসুমে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই দলে ভেড়ায়নি ১৯ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। 

লিভারপুলের সবশেষ কোচ ইউর্গেন ক্লপ নিঃসন্দেহে ক্লাবটির কিংবদন্তি হয়েই বিদায় নিয়েছেন। ৯ বছরে পেয়েছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। যাওয়ার আগেই দলকে অবশ্য পরের দিনগুলোর তৈরি করে গিয়েছেন অনেকটা। অনেকেই ক্লপের শেষ মৌসুমের দল দেখে মন্তব্য করেছিলেন এটাই লিভারপুল ২.০। নতুন মৌসুমে ক্লপের সেই ধারাকেই ধরে রাখতে চান আর্নে স্লট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন