 
                    
                    চট্টগ্রামের সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ১৫:০২
                        
                    
                বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শনিবার শুনানি শেষে মহানগর হাকিম জুয়েল দেব এ আদেশ দেন বলে জানান অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুক্রবার রাতে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি ফজলুর কাদের পাটোয়ারী।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                