You have reached your daily news limit

Please log in to continue


যে ৬ দেশে চালু হচ্ছে গুগল এআই ওভারভিউ সুবিধা

গুগলের সার্চ ইঞ্জিনে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘ওভারভিউ’ সুবিধা ভারতসহ আরো ছয়টি দেশে চালু হচ্ছে। এই পরিষেবায় ওয়েবসাইটে না ঢুকেই উত্তর জানা যাবে। ফলে লিংকে ক্লিক করার প্রয়োজন হবে না। গুগল আইও ২০২৪ ইভেন্টে গুগল এআই ওভারভিউ পরিষেবার বিষয়ে জানানো হয়েছিল। তবে গুগল যখন যুক্তরাষ্ট্রসহ কিছু অঞ্চলে সুবিধাটি চালু করে তখন এটি প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি, কারণ এটি অনেক প্রশ্নের উদ্ভট উত্তর দিয়েছিল। তবে এখন আপডেটসহ সুবিধাটি ভারতে চালু করা হচ্ছে। 

গুগল এআই ওভারভিউ কি

এক বছর ধরে এআই ওভারভিউ পরীক্ষা করে গুগল গত মে মাসে সুবিধাটি যুক্তরাষ্ট্রে ছাড়া হয়। যা ওয়েবসাইটের বিভিন্ন লিংকের আগে সার্চ রেজাল্ট পেজের উপরে উত্তর দেখিয়ে দেয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইট না খুলেই তাদের প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন