You have reached your daily news limit

Please log in to continue


এক চার্জে ৬০ ঘণ্টা গান শোনা যাবে এই ইয়ারবাডে

জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ নতুন একটি ইয়ারবাড আনলো বাজারে। নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডটি এক চার্জে ৬০ ঘণ্টা প্লে ব্যাক অফার করবে বলে দাবি সংস্থার। এছাড়া আরও আধুনিক অনেক ফিচার যুক্ত করেছে নয়েজ সংস্থা।

নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডটিতে স্পোর্ট ১১এমএম ড্রাইভার এবং পরিবেশগত নয়েজ বাতিলকরণ (ইএনসি) দ্বারা সমর্থিত একটি কোয়াড মাইক সেটআপ সহ এসেছে। যা সম্ভবত স্পষ্ট কল অফার করবে। টিডব্লিউএস ইয়ারফোনগুলো একটি ক্রোম এবং ধাতব ফিনিশসহ আসে এবং ৩২ডিবি এএনসি এবং সেইসঙ্গে টাচ কন্ট্রোল পর্যন্ত সমর্থন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন