গর্ভাবস্থায় অনেকের পায়ে টান পড়ে বা খিঁচ ধরে। এমন হলে ভয়ের কিছু নেই। এটি সামলানোর উপায় আছে। আমেরিকায় এটির প্রচলিত নাম চার্লি হর্স।
লক্ষণ
» পায়ে তীব্র ব্যথা হয়। এ ব্যথা থাকে বেশ কিছু সময়।
» খিঁচুনি হয় হঠাৎ করে। বেশি হয় রাতের বেলা।
» তলপেটে বা পিঠেও হতে পারে খিঁচুনি।
» পেশি শক্ত হয়ে যায়।