বিক্ষোভে উত্তাল ভারতে কর্মবিরতির ডাক চিকিৎসকদের
পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে এক শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতে শনিবার ২৪ ঘণ্টার জন্য দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। ফলে খুলবে না আউটডোর। আইএমএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টায় সবরকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবে চিকিৎসকরা।
বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাংচুরের ঘটনার প্রতিবাদে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধর্ষণ
- গণধর্ষণ
- কর্মবিরতি