You have reached your daily news limit

Please log in to continue


ব্রডের প্রশ্ন, ‘স্টোকস কোচিং করাবে, ম্যাককালামের কাজ কী’

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও দলের সঙ্গে কাজ করবেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, এমনটা জানিয়েছেন সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। ফলে আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন এ অলরাউন্ডার। তাঁর অনুপস্থিতিতে দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা কঠিন হলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করে বেশ খানিকটা এগিয়েছে ইংল্যান্ড। ১৯টি পেনাল্টি পয়েন্ট পাওয়ার পরও তালিকায় এখন ছয়ে অবস্থান করছে তারা। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন