You have reached your daily news limit

Please log in to continue


রংপুর কারাগারের ভেতরে গুলি, সেনা-পুলিশের অভিযান চলছে

রংপুর কেন্দ্রীয় কারাগারে ভেতর থেকে থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার বেলা ১টা থেকে ভেতরে গুলির শব্দ শোনা যায়। এরপর দফায় দফায় কারাগারের ভেতরে প্রবেশ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিপুল পরিমাণ সেনাসদস্য ভেতরে প্রবেশ করেছেন। তবে কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। 

কারা সংশ্লিষ্টজন ও স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে বাহারুল বাদশা নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে থাকা কয়েদিরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করলে ১ নম্বর জেলে কারারক্ষীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন