You have reached your daily news limit

Please log in to continue


অভ্যর্থনা কক্ষের ধারণা বদলে দিচ্ছে আধুনিক অ্যাপার্টমেন্টগুলো

অ্যাপার্টমেন্টে ঢোকার পর অপেক্ষার জন্য ছোট যে জায়গাটি আছে, আগে সেটি অনেকটা উপেক্ষিতই থাকত। কয়েকটি চেয়ার আর টেবিল কোনোরকমে দায়সারাভাবে ফেলেই মনে করা হতো যথেষ্ট হয়েছে। আধুনিক অ্যাপার্টমেন্টগুলো এ ধারণা অনেকটাই বদলে দিচ্ছে। এখনকার ঝকঝকে অভ্যর্থনা কক্ষগুলো নিজে থেকেই যেন অতিথিকে স্বাগত জানায়। জায়গাগুলো এখন এমনভাবে সাজানো হচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা যেখানে বসে কাটানো যায়। রিসেপশনে আলো, গাছ, ছোট ছোট ঝরনা ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। তবে অনুষঙ্গ যেমনই হোক, রিসেপশনের সজ্জায় ছিমছাম বিষয়টিতেই জোড় দিচ্ছেন অন্দরসজ্জাবিদেরা।

অভ্যর্থনার জায়গাটির কার্যকারিতা মাথায় রেখেই এটিকে বানানো উচিত। পাশাপাশি এর সৌন্দর্য তুলে ধরতে পারলে এক ঢিলে দুই পাখি মারা হবে। ট্রপিক্যাল হোমস্–এর মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর এম হক ফয়সাল বলেন, ‘স্থানটিকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী শৈলী ও রং ব্যবহার করা প্রয়োজন। কারণ, অ্যাপার্টমেন্টের মতো পছন্দ অনুযায়ী এটি পরিবর্তন করা সম্ভব নয়। ভবনে বসবাসকারী এবং অতিথিরা যখন স্থানটিতে প্রবেশ করবেন বা সেখান থেকে বেরিয়ে আসবেন, তখন তাঁদের নিরাপদ বোধ করাতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন