You have reached your daily news limit

Please log in to continue


৩৪ শটের টাইব্রেকারে ইউরোপিয়ান রেকর্ড

টাইব্রেকার যে শুরু হলো, আর শেষ হওয়ার নামই নেই! চলতেই থাকল, চলতেই থাকল…। শেষ পর্যন্ত ৩৪ শটে গিয়ে হলো ফয়সালা। ততক্ষণে গড়া হয়ে গেল ইউরোপিয়ান রেকর্ড।

ইউরোপা লিগের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার ম্যারাথন টাইব্রেকারে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারায় আয়াক্স আমস্টারডাম।

গত সপ্তাহে গ্রিসে গিয়ে ১-০ গোলে জিতে এসেছিল আয়াক্স। এবার ঘরের মাঠে তারা গোল খেয়ে বসে ম্যাচের ৮৯তম মিনিটে। সমতায় শেষ হওয়া ম্যাচ পরে গড়ায় টাইব্রেকারে। সেখানেই হয়ে যায় রেকর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন