কালোটাকা সাদার সুযোগ, ফের বাতিলের পরামর্শ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ১০:১৬

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রেখেছিল, অন্তর্বর্তী সরকারকে তা বাতিল করার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। 



সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরামর্শমূলক নিজের এই অভিপ্রায় তুলে ধরেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেওয়া এই স্ট্যাটাসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ড. জাহিদ হোসেন বলেন, কালোটাকা সাদা করার যে সুযোগটি এই অর্থবছরের বাজেটে দেওয়া হয়েছে, সেটি বাতিল করা হোক। এ সময় সম্পূরক পরামর্শে অবশ্য তিনি জানান, ‘সর্বোচ্চ ৩০ শতাংশ আয়করের সঙ্গে ৫ থেকে ১০ শতাংশ জরিমানা যোগ করে সীমিত সময়ের (৩ থেকে ৬ মাস) জন্য এ সুযোগ পুনর্বহাল বিবেচনা করা যেতে পারে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও