অতিমূল্যায়নে হয় অবমূল্যায়ন

দেশ রূপান্তর হাবীব ইমন প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১৭:০০

এক। গত ১৬ বছরের আগস্ট মাস আর ২০২৪-এর আগস্টের রূপ এক নয়। ইতিহাস এবং কঠিন বাস্তবতা যেন এ বছর এই মাসে ট্র্যাজেডি ও আয়রনিতে মাখামাখি হয়ে সামনে দাঁড়িয়েছে। এ কথা আর মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে বিরলতম গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে চেপে বসা আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। দলটি কেবল রাষ্ট্রক্ষমতার ওপরই চেপে বসেছিল এমন না, আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি ইতিহাসের ওপরও চেপে বসেছিল। যার জাঁতাকলে হাঁসফাঁস করছিল ঐতিহাসিক সত্য।


সে যাই হোক, এই লেখাটি প্রকাশিত হচ্ছে ১৫ আগস্ট। এতদিন জাতীয় শোক দিবস হিসেবে দিনটি পালিত হতো এবং এই দিনটি ছিল সরকারি ছুটি। পরিবর্তিত বাস্তবতায় ছুটি বাতিল করা হয়েছে, কিন্তু শোক দিবস বাতিল হয়েছে কি না, কিংবা রাষ্ট্রীয়ভাবে পালিত হবে কি না সেসব অনিশ্চিত আলাপ। তবে ইতিহাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। আমাদের রাষ্ট্রীয় ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায় এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও