মহাকাশে চীনের পাঠানো রকেটের ধ্বংসাবশেষ নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১৭:০৬

ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের আদলে পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে ইন্টারনেট সেবা দিতে চায় চীন। এ জন্য ৬ আগস্ট পৃথিবীর নিম্ন কক্ষপথে ১৮টি স্যাটেলাইটও পাঠিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি’। স্যাটেলাইটগুলো মহাকাশে সফলভাবে পাঠানো গেলেও বিধ্বস্ত হয়েছে স্যাটেলাইট বহনকারী রকেট ‘লংমার্চ ৬’। এতে মহাকাশের নির্দিষ্ট অংশজুড়ে রকেটটির প্রায় ৩০০ টুকরার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।


যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড জানিয়েছেন,  ‘লংমার্চ ৬’ রকেটের ওপরের স্তরটি ভেঙে ধ্বংসাবশেষের একটি মেঘ তৈরি হয়েছে মহাকাশে। মহাকাশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য পরিস্থিতির ওপর নজরে রাখা হচ্ছে। ধ্বংসাবশেষের মধ্যে ৪ ইঞ্চি আকারের টুকরাও রয়েছে, বাকিগুলো শনাক্ত করা সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও