সামনে বাইক-গাড়ি উড়িয়ে দিয়ে চলেছে জগদ্দল, ভাইরাল বাসচালকের কীর্তি

eisamay.com প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১৭:০১

রোজ রোজ কত কত ভিডিয়ো ভাইরাল হয় ইন্টারনেটে। কোনও ভিডিয়ো হয় মজার। যা দেখে হেসে গড়াগড়ি খান নেটিজেনরা। কোনও ভিডিয়ো আবার এতটাই ভয়ঙ্কর হয় যে আমরা তা দেখে শিউরে উঠি। কখনও আবার স্টান্ট করতে গিয়ে বিপত্তির ভিডিয়োও নজরে আসে আমাদের। এবার এসবের মধ্যে একটি পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হল ইন্টারনেটে।


সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী নাম টুইটার) শিব অরুর নামের অ্যাকাউন্ট থেকে এই সিসিটিভি ফুটেজ পোস্ট করা হয়। ২ মিনিট ৪৫ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ধীর গতিতে বাস চলছে। বাসের স্টিয়ারিংয়ে একটি হাত রয়েছে চালকের। এদিকে সামনেই ট্রাফিক সিগন্যাল। সামনে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেও বাসটি আর থামে না। সে নিজ গতিতেই এগিয়ে চলেছে। সামনের বাইক ও চার চাকা গাড়িগুলিকে ধাক্কা দিতে দিতে এগোচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে