গণশুনানি করে বিদ্যুৎ–জ্বালানির দাম নির্ধারণের দাবি
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংস্কার করে পুনর্গঠন করতে চার দফা দাবি জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলেছেন, সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বাতিল করতে হবে। তাঁরা গণশুনানির মাধ্যমে অংশীজনদের মতামত নিয়ে দাম নির্ধারণের দাবি জানিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকযোগে চার দফা দাবি–সংবলিত একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে পদত্যাগ না করলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।