 
                    
                    পালাবদলে চাঁদাবাজি ও দখলের মচ্ছব
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি বন্ধে কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন সরকারের উপদেষ্টারাও। কিন্তু এসবে গা করছে না একটি গোষ্ঠী।
সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় মেতে উঠেছে তারা। কেউ চাইছে ঠিকাদারি, কেউ দাবি করছে চাঁদা, আবার কেউ ব্যস্ত চেয়ার দখল নিয়ে। ক্ষমতার পালাবদলে যেন দখলের মচ্ছব লেগেছে সর্বত্র।

গত রোববার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে প্রকাশ্যে গুলি করেছে ঢাকা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একটি গ্রুপ। মোহাম্মদপুরের বছিলায় খাসজমি দখল করে বিএনপির দলীয় ব্যানার ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় কিছু নেতা-কর্মী। শুধু এই দুটি নয়, গত কয়েক দিনে দখলের এমন বেশ কিছু ঘটনা প্রত্যক্ষ করেছেন আজকের পত্রিকার সাতজন প্রতিবেদক।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                