 
                    
                    বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৮:৩৫
                        
                    
                শিক্ষার্থীদের দাবির মুখে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম (জুয়েল) বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা গত সোমবার কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজে ছাত্ররাজনীতিসহ শিক্ষক-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                