জিবের ছবি দেখেই রোগ শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৪:৩৮

রোগের প্রাথমিক ধারণা পেতে অনেক চিকিৎসকই রোগীর জিব পরীক্ষা করেন। এবার জিবের ছবি বিশ্লেষণ করে দ্রুত বিভিন্ন রোগ শনাক্ত করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ জন্য নতুন একটি এআই মডেল তৈরি করেছেন ইরাক ও অস্ট্রেলিয়ার একদল গবেষক। এআই মডেলটি মানুষের জিবের রং বিশ্লেষণ করে ৯৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল দিতে পারে বলে দাবি করেছেন তাঁরা। নতুন এ গবেষণার ফলাফল জার্নাল টেকনোলজিসে প্রকাশিত হয়েছে।



জিবের ছবি বিশ্লেষণ করে রোগ শনাক্তের এআই মডেলটি যৌথভাবে তৈরি করেছেন ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটি (এমটিইউ) এবং ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার (ইউনিএসএ) গবেষকেরা। এআই মডেলটির কার্যকারিতা তুলে ধরে গবেষকেরা জানিয়েছেন, প্রায় দুই হাজার বছর আগেও প্রাচীন চীনে মানুষের জিব পরীক্ষা করে স্বাস্থ্য সমস্যা নির্ণয়ের চিকিৎসাপদ্ধতির প্রচলন ছিল। এই প্রাচীন পদ্ধতিতে চিকিৎসকেরা জিবের রং ও ত্বকের গঠন বিশ্লেষণ করে রোগনির্ণয় করতেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে এই প্রাচীন পদ্ধতির সম্মিলন ঘটিয়ে এআই মডেলটি তৈরি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও