ইসরায়েলের কাছে হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৪:১০
গাজা যুদ্ধ চলাকালেই ইসরায়েলের কাছে দুই হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে এফ-১৫ যুদ্ধবিমানও রয়েছে।
পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই অনুমোদন দিয়েছেন। যার মধ্যে প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের এফ-১৫ যুদ্ধবিমান ও যন্ত্রপাতি, ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ট্যাঙ্ক কার্তুজ, ৬ কোটি ডলারের বেশি বিস্ফোরক মর্টার কার্তুজ এবং ৫৮ কোটি ডলারের সাঁজোয়া যান রয়েছে।
বোয়িংয়ের কাছ থেকে এফ-১৫ যুদ্ধবিমানগুলো কেনা হবে। যেগুলো নির্মাণ করতে কয়েক বছর সময় লেগে যাবে। ২০২৯ সাল থেকে সেগুলো সরবরাহ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্য সরঞ্জাম ২০২৬ সাল নাগাদ পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অস্ত্র বিক্রি