![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-14%252Fvawt36r8%252F621724-01-02.jpg%3Frect%3D0%252C0%252C3648%252C2432%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
এমবাপ্পে না অন্য কেউ, কে নেবেন রিয়ালের পেনাল্টি
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১২:৫৩
পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে আজ বাংলাদেশ সময় রাত একটায় আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপ্পেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তাঁর সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন?
ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সে স্কোয়াডের যেকেউ খেলতে পারেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন আনচেলত্তি, ‘এমবাপ্পে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আগামীকাল (আজ) খেলতে পারে।’
- ট্যাগ:
- খেলা
- উয়েফা সুপার কাপ
- কিলিয়ান এমবাপ্পে
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে