শান্তদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার আহ্বান সাবেক পাক ক্রিকেটারের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৯:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খানিকটা বিরতি নিয়ে টানা সূচিতে প্রবেশ করছে পাকিস্তানের ক্রিকেট। ২০২৪-২৫ মৌসুমের যাত্রা তার শুরু করবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপরেই অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ম্যান ইন গ্রিনরা। এরপরেই দেশটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 



টানা এই সূচির মাঝে নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে সামলানোর ওপর জোর দিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। তার শঙ্কা, এসব সিরিজে কড়া নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে। যে কারণে বর্তমানে বাংলাদেশ দলকে প্রেসিডেন্টের সমান দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ব্যাটার।


২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ খেলতে এরইমাঝে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। এই সফরে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও