![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-13%252F7kple0rf%252F8295986_13162053_markus_herman_1137x768.jpg%3Frect%3D58%252C0%252C1052%252C701%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
ক্যানসারের সঙ্গে লড়াই করা অধিনায়কের পাশে দাঁড়িয়ে মাথা ন্যাড়া করলেন সতীর্থরা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৯:০৮
সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এআইকে এফকে পরিচিত কোনো ক্লাব নয়। নিজ দেশে লিগে ক্লাবটির অবস্থানই বলে দিচ্ছে, বৈশ্বিকভাবে তাদের সেভাবে কারও চেনার কথা নয়। এরপরও বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় এল সুইডিশ ক্লাবটি।
ফুটবলে সতীর্থরাই যে সব এবং সবাই একে অপরের জন্য, সেই প্রমাণই দিলেন কালমারের সদস্যরা। দলের ক্যানসার আক্রান্ত সদস্যের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যেখানে পুরো দলই ন্যাড়া করে ফেলেছে নিজেদের মাথা। জানা গেছে, কালমারের অধিনায়ক মারকুস হেরমান ক্যানসারের সঙ্গে লড়ছেন। কিন্তু সেই লড়াই যে হেরমানের একার নয়, সেটি বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন দলের বাকি সদস্যরা। নিজেদের মাথা ন্যাড়া করার সেই ভিডিও দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এক্স–এ পোস্টও করেছেন তাঁরা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবলার
- ক্লাব ফুটবল
- ক্যান্সার আক্রান্ত