You have reached your daily news limit

Please log in to continue


দুই ঘর যখন একসঙ্গে, সাজাবেন কীভাবে

লে-আউট ও স্থানের প্রবাহ

ড্রয়িং কাম ডাইনিং রুম সাজানোর প্রথম বিবেচ্য বিষয় হলো লে-আউটের নকশা। আসবাবের বিন্যাস হতে হবে এমন, যেন দুটি জায়গার মাঝখানে একটি সরল প্রবাহ তৈরি হয়। সহজে চলাচলের জায়গাও নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে একটি খোলামেলা জায়গার নকশা বেছে নেওয়া যেতে পারে। আলাদা আসবাবের প্যাটার্ন ও কার্যকারিতার মধ্যেই দুটি জায়গায় ভিন্নতা ফুটে উঠবে। আলোর যথাযথ ব্যবহার ও আসবাব

স্থাপনের মাধ্যমেও কাজটি করা যায়। উদাহরণস্বরূপ, ইংরেজি অক্ষর ‘এল’ আকারের একটি বড় সোফা কিংবা কর্নার সোফা বসার ঘর ও খাবার ঘরের মধ্যে বিভাজক হিসেবে কাজ করতে পারে। আবার একই সঙ্গে এটি খোলামেলা ও প্রশস্ত জায়গার অনুভূতিও দেবে। সাধারণত ছোট আকারের ফ্ল্যাটের এ ধরনের লে–আউট বা নকশার ব্যবহার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন