You have reached your daily news limit

Please log in to continue


টম ক্রুজের চোখ ধাঁধানো স্টান্টে শেষ হল অলিম্পিক

লেদার জ্যাকেট পরা টম ক্রুজ যখন উঁচু ছাদ থেকে অনায়াসে নিজেকে অলিম্পিক স্টেডিয়ামে নামিয়ে আনছিলেন, দর্শকদের তখন দম আটকানোর মত অবস্থা।

স্পটলাইটের আলো এবং দর্শকদের সবকটি চোখ তখন হলিউডের এই অ্যাকশন হিরোর দিকে; হর্ষধ্বনিতে কান পাতা দায়।

বিবিসি লিখেছে, প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে বিশেষ দড়ির সাহায্যে স্তাদে দে ফ্রঁসে স্টেডিয়ামের ছাদ থেকে নিচে নেমে আসার এই স্টান্টটি করেন ক্রুজ।

২০২৮ সালে পরবর্তী অলিম্পিকের আসর বসবে লস অ্যাঞ্জেলেসে, যেখানে হলিউডের অবস্থান। সেই আসর কেমন হতে চলেছে, যেন তারই ঝলক দেখালেন টম ক্রুজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন