সাকিবদের রাজনীতি নিয়ে সমালোচনা, কিছু বলতে চান না শরীফুল

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ১৬:৩০

ক্রিকেট অথবা রাজনীতি নাকি দুটোই চলবে সমান্তরালে—বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বাংলাদেশে এ ব্যাপার নিয়ে বেশ আলোচনা চলছে। তাতে বারবার চলে আসছে দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার নাম। শরীফুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।  




সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তাতে সাকিব ও মাশরাফির সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় মাগুরা-১ ও নড়াইল-২ আসন থেকে এমপি হয়েছিলেন সাকিব ও মাশরাফি । এমপি থাকা অবস্থায় সাকিব-মাশরাফি এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। কদিন আগে নুরুল হাসান সোহান বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মর্মে যে অবসরের পর রাজনীতি করা উচিত। সেই ব্যাপারেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আজ যখন জিজ্ঞেস করা হলো শরীফুলকে, তখন তিনি উত্তর দিয়েছেন কূটনৈতিক উপায়ে। বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেখুন আমি আসলে অনেক ছোট। এসব ব্যাপারে আমি এখনো কিছু জানি না। জানতে চাই না। না থাকাই ভালো।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও