মেগাপ্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত পরে: উপদেষ্টা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ১৬:০০
অন্তর্বর্তীকালীন সরকার আপাতত ব্যবসা-বাণিজ্য এবং জীবন-জীবিকা সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চাইছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগাপ্রকল্পের অর্থছাড় বড় হয়, তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।