৪৭ বছর ধরে ‘পরের ঘরে’ বিপিসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ০৯:৫৫

প্রতিষ্ঠার ৪৭ বছর পার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে পেট্রোলিয়াম জ্বালানি খাতের আমদানি ও বিপণন নিয়ন্ত্রক সংস্থাটির এখনো নেই নিজস্ব কোনো প্রধান কার্যালয়। দীর্ঘ সময় ধরে চলছে পরের ঘর ভাড়া নিয়ে। সবশেষ প্রধান কার্যালয় নির্মাণের পরিকল্পনাটিও ভেস্তে যায় সাবেক ভূমিমন্ত্রীর এক ডিও লেটারে।



বিপিসির প্রতিষ্ঠা


জানা যায়, ১৯৭৬ সাল পর্যন্ত পেট্রোবাংলার একটি অঙ্গ প্রতিষ্ঠান ছিল বিপিসি। ১৯৭৭ সালের ১ জানুয়ারি আলাদা অধ্যাদেশের মাধ্যমে বিপিসি গঠিত হয়। দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় ও প্রধান ডিপো চট্টগ্রামে হওয়ায় এবং সরকারের বিকেন্দ্রীকরণ নীতির কারণে ১৯৮৯ সালে বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তর করা হয়। শুরুতে নগরীর আগ্রাবাদের হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের বিল্ডিংয়ে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালাতো বিপিসি। এখন সল্টগোলা বন্দর ভবনের বিপরীতে বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলা ও চতুর্থ তলার একাংশ ভাড়া নিয়ে চলছে কার্যক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও