লম্বা হচ্ছে পদত্যাগ, পরিবর্তন আর রদবদলের মিছিল
প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে সরে যেতে শুরু করেছেন আগের শাসনামলে নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তারা; রদবদলও হয়েছে অনেক পদে।
বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ, রদবদল ও পরিবর্তনের মিছিল গত কয়েকদিন ধরে ক্রমশ লম্বা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু এ পরিবর্তনের।
সরকারি বিভিন্ন দফতরের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক খাতের অন্যসব নিয়ন্ত্রক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলা একডেমির মত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে একের পর এক পদত্যাগ আর পরিবর্তনের ঘটনা ঘটছে।
বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ পদে পরিবর্তনের এ সারি আরও দীর্ঘ হতে পারে। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমান দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগের দাবিতে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মচারীরা।