সম্মানিত হতে চান? করুন এই ৫ কাজ
সম্মান অর্জন করার জিনিস, এটি জোর করে পাওয়া যায় না। কেবল কর্তৃত্ব, উচ্চ পদ বা বয়সের কারণে সম্মান দাবি করা যায় না। প্রকৃত সম্মান কর্ম থেকে আসে। ছোট ছোট কাজ, প্রতিদিনের অভ্যাস এবং আচরণ দিয়েই এটি অর্জন করা সম্ভব। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই সম্মান অথবা অসম্মান বয়ে আনতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কাজগুলো আপনাকে সম্মানিত করতে পারে-
১. অন্যদের পরামর্শ দেওয়া বা সাহায্য করা
মেন্টরশিপ হলো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সমৃদ্ধ হতে সাহায্য করা। যখন আপনার সহকর্মী, ছাত্র বা বন্ধুকে গাইড করেন তখন তাদের সাফল্যের প্রতি আপনার যত্নশীলতার প্রমাণ পাওয়া যায়। মূল্যবান দক্ষতা ভাগ করে নেওয়া, চ্যালেঞ্জের সময় সমর্থন দেওয়া এবং একটি বিশ্বস্ত সম্পর্ক তৈরি করা এর অংশ। আপনার কাজের মাধ্যমে অন্যদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারেন এবং সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে তাদের সম্মান পাওয়া যায় খুব সহজেই।