কী একটা অবস্থা!
৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে অনেককিছুই ঘটছে। আন্দোলনের তীব্রতা, শতাধিক মৃত্যু, কারফিউ, গণ গ্রেফতার, ব্লক রেইড এবং শেষ পর্যন্ত বড় ধরনের বিক্ষোভের মধ্য দিয়ে সরকারের পতন। দুপুর ২ টায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয় আরও প্রায় দুই ঘণ্টা পর।
এরপর থেকেই শুরু হতে থাকে নানা কিছু। গণভবনে ঢুকে লোকজনের লুটপাট, সংসদ ভবনে বসে ভাঙচুর, আয়েশ করে সিগারেট খাওয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা, লুটপাট, ডাকাতি সবই হয়েছে। সে সময়ই বাংলাদেশের বেশিরভাগ থানাতেই পুলিশের ওপর হামলা হয়েছে। থানায় ভাঙচুর এবং আগুন লাগানো হয়েছে।