![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-11%252Ft7ke4top%252FBora%2520Colley%2520Ok.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
গাম্বিয়ায় পলাতক স্বৈরশাসকের সহযোগী সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা দেশটির সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেলকে গ্রেপ্তার করেছে। সাবেক এই পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাম্বিয়ার সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর আমলে চালু থাকা ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন।
সাবেক এই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি। ‘জঙ্গলার্স’ নামে এক প্যারামিলিটারি ইউনিটের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ইউনিটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো।