বিশ্বের কোথায় ও কখন পাবেন সার্ফিংয়ের সেরা অভিজ্ঞতা
'ন ডরাই' সিনেমার কথা মনে আছে? সার্ফিং বোর্ড নিয়ে ঢেউয়ের সঙ্গে খেলা করতে দেখে সার্ফিং করার ইচ্ছে জাগতে পারে আপনারও। কক্সবাজার ছাড়া এখানে সেই সুযোগ না পেলেও বিদেশে গেলে শেখার চেষ্টা করা যেতেই পারে। সেজন্য কোথায়, কখন সার্ফিং করবেন জেনে নিতে পারেন এখনই।
ওহু, হাওয়াই
হাওয়াইয়ের ওহু বিশ্বসেরা সার্ফিং স্পট হিসেবে পরিচিতি পেয়েছে বহু আগে। এখানকার ঢেউয়ে ছয় মিটার উপরে উঠে যেতে পারেন সার্ফিং করলে। সার্ফিং ব্রেকগুলো অন্যান্য সমুদ্রের চেয়েও আলাদা। নভেম্বর থেকে মার্চের মধ্যে গেলে পাবেন চমৎকার অভিজ্ঞতা। এখানে গেলে ভ্রমণ করতে পারেন নর্থ শোরের ব্যাকডোর, ওয়াইমেয়া বে, সানসেট বিচ এবং কাহুকু পয়েন্টের মতো সার্ফিং এলাকা। অভিজ্ঞদের জন্য এসব স্থান ছাড়াও নতুন সার্ফাররা উপভোগ করতে পারবে ওয়াইকিকির শান্ত ঢেউয়ের স্নিগ্ধতা।
জেফ্রি বে, দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে এ সমুদ্রের অবস্থান। উপসাগরের কিছু কিছু মিলে মাঝেমধ্যে ঢেউয়ের রূপ নেয়, অভিজ্ঞ সার্ফার হলে যার উপরে চড়ে যেতে পারেন অনায়াসে। নতুনদের জন্য রয়েছে কিচেন ইউন্ডো ব্রেক। এখানকার ঢেউয়ে সব ধরনের সার্ফিং করা যায়। মে থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত আপনার জন্য।