২৩ দিন পর চালু এলিভেটেড এক্সপ্রেসওয়ে
যুগান্তর
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১৭:৪২
২৩ দিন পর ফের চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার বিকেল ৩টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে বনানী ও মহাখালীর দুটি র্যাম্পসহ এফডিসি সংলগ্ন র্যাম্পটি বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়াতে টোল সংগ্রহ কার্যক্রমও চালু করা হয়েছে।
এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) ব্যবস্থাপক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা আজ বিকেল ৩টা থেকে বিমানবন্দর র্যাম্পে যানবাহন থেকে টোল আদায় শুরু করে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।