![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/gunniess-20240811132246.jpg)
১৫০ গিনেস রেকর্ড যার ঝুলিতে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১৪:৪৩
আমেরিকান ডেভিড রাশের ধ্যান জ্ঞান জুড়ে শুধুই রেকর্ড ব্রেকারের চিন্তা। এখন পর্যন্ত ১৫০টি রেকর্ডের স্বীকৃতি আছে তার ঝুলিতে। সম্প্রতি তিনি লন্ডনে গিনেস বুক অব রেকর্ডসের কার্যালয়ে যান। সেখানে তিনি ১৫টি রেকর্ড করেন। তার বিভিন্ন প্রতিভা দিয়ে তিনি রেকর্ডগুলো অর্জন করেন।
পেশায় ডেভিড এখন আমেরিকান লেখক, বক্তা এবং বিনোদনকারী। নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করেন তিনি। এক দিনেই তিনি ১৫টি রেকর্ড করেন। ডেভিড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল অ্যাডজুডিকেটর উইল সিন্ডেন এবং হোস্ট উইল মুনফোর্ডের সতর্ক দৃষ্টির মধ্যে একদিনে একটি চিত্তাকর্ষক ১৫টি রেকর্ড ভেঙেছেন।
- ট্যাগ:
- জটিল
- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড