ভার্টিগো কী? কীভাবে প্রতিরোধ করবেন
হঠাৎই মাথা ঘুরে উঠছে? হতে পারে তা ভার্টিগো। তবে এই সমস্যাকে সাধারণ মনে করে এড়িয়ে যাওয়ার উপায় নেই। কারণ এই রোগ অবহেলা করলে সেখান থেকে আরও বড় স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তবে ঘাবড়াবেন না। কারণ আপনি একা নন, আরও মতো আরও অনেকেই এই সমস্যায় আক্রান্ত।
ভার্টিগো এবং এর প্রভাব
ভার্টিগো হলো এক ধরনের ব্যালান্স ডিজঅর্ডার যা হঠাৎ প্রভাব সৃষ্টি করে। যে কারণে আপনার মনে হতে পারে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এটি কানের ভেতর থেকে উদ্ভূত হয়, যা আমাদের ভারসাম্যের অনুভূতি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন তা কানের স্বাভাবিক কার্যকারিতা বা মস্তিষ্কে পাঠানো সংকেতগুলোকে ব্যাহত করে, তখন এটি গতির ভুল ধারণার দিকে নিয়ে যেতে পারে। যার ফলে ভার্টিগো দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভার্টিগো একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। ভার্টিগো ক্ষতিকারক না হলেও, এর অপ্রত্যাশিত আক্রমণ ভীতিকর হতে পারে এবং পড়ে যাওয়া ও হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।