বছরের পর বছর আটকে থাকা ছবির ভবিষ্যৎ কী
‘নমুনা’, ‘রানা প্লাজা’, ‘অমীমাংসিত’, ‘শনিবার বিকেল’, ‘মেকআপ’, ‘আমার বাইসাইকেল-মং থেংগারি’—এসব ছবির কোনোটির নির্মাণ শেষ হয় ১৫ বছর আগে। কোনোটি আবার ১০ বছর। কোনোটি তারও কম সময়। আগে-পরে যখনই তৈরি হোক, এসব ছবির ক্ষেত্রে একটি বিষয়ে মিল—কোনো ছবিই দর্শক দেখার সুযোগ পায়নি। কোনোটি আইনি মারপ্যাঁচ, আবার কোনোটি সেন্সর বোর্ড সদস্যদের অজানা কারণে আটকে আছে—এমনটাই জানিয়েছেন ছবিগুলোর পরিচালক। তবে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এসব ছবির নির্মাতারা আশায় বুক বাঁধছেন। তাঁদের সৃষ্ট শিল্পকর্ম যাঁদের জন্য বানিয়েছেন, তাঁদের কাছে পৌঁছে দিতে পারবেন, এমনটাই মনে করছেন।
‘নমুনা’
১৫ বছর আগে তৈরি সরকারি অনুদানের ‘নমুনা’ ছবিটি আটকে আছে। স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় নির্মাণ ছিল এটি। তার আগে ‘আহা’ বানিয়ে প্রশংসা কুড়ান এই পরিচালক। নির্ঝর পরিচালিত প্রথম ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পর, নিরীক্ষাধর্মী ছবি ‘নমুনা’র জন্য অনুদান পান তিনি। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি হয়েছে। পরিচালক তখন জানিয়েছিলেন, যাঁরা একটু তরুণমনস্ক তাঁদের খুব ভালো লাগবে ছবিটি।
‘অমীমাংসিত’
মাস তিনেক আগে রায়হান রাফীর ‘অমীমাংসিত’ প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। লিখিত চিঠিতে জানানো হয়, ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে চারটি কারণ উল্লেখ করে লেখা হয়—‘চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা-সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।’
‘রানা প্লাজা’
কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন, আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন, ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দেশে-বিদেশের প্রেক্ষাগৃহ বা অন্য যেকোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না। দীর্ঘ ৯ বছরে ছবিটি মুক্তি পায়নি। ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন।
‘মেকআপ’
বিনোদন অঙ্গনের তারকাদের মেকআপের আড়ালে লুকিয়ে থাকা গল্প নিয়ে অনন্য মামুন বানিয়েছে ‘মেকআপ’। দুই বছর আগে ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখার পর প্রদর্শন উপযোগী নয় বলে জানিয়ে দেন। দেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষকে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করার অভিযোগে মেকআপ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। গতকাল শুক্রবার কথা হয় মেকআপ ছবির পরিচালক অনন্য মামুনের সঙ্গে।
‘আমার বাইসাইকেল–মর থেংগারি’
সেন্সর বোর্ডে প্রায় ৯ বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘আমার বাইসাইকেল-মর থেংগারি’। তরুণ নির্মাতা অং রাখাইনের মর থেংগারি সিনেমা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন অনেকে। অং রাখাইন প্রথম আলোকে জানান, ২০১৫ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন তিনি; মাঝে ৯ বছর পেরোলেও সেন্সর ছাড়পত্র মেলেনি।
‘শনিবার বিকেল’
কয়েক বছর ধরে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। ছবিটি মুক্তির দাবিতে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়। এর মধ্যে গত বছরের শুরুর দিকে সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির দিন ঠিক করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুনানি শেষে পরিচালক জানতে পারেন, ছবিটির মুক্তি অনিশ্চিতের খবর।