You have reached your daily news limit

Please log in to continue


শিল্পখাতে গ্যাসের ব্যবহার সর্বাধিক গুরুত্ব পাবে: শিল্প উপদেষ্টা

অর্থনীতির চাকা পুরোপুরি সচল রাখতে শিল্পখাতে গ্যাসের সংকট নিরসন সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া সাভারে চামড়া শিল্প নগরীর সমস্যা সমাধান করে চামড়া শিল্পকে এগিয়ে নেওয়া ও জাহাজ ভাঙা শিল্পে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার মতিঝিলে বেলা ১১টার কিছু পরে তিনি শিল্প মন্ত্রণালয়ে আসেন। এরপর তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। কারণ অনেক রক্তের মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন