প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ কী
প্রথম আলো
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ১৯:২৮
আমাদের গলায় থাইরয়েড গ্রন্থির চার প্রান্তে আছে আরও চারটি ছোট ছোট গ্রন্থি। এগুলোর নাম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড (প্যারাথাইরয়েড গ্রন্থি)। এগুলো খুবই ছোট ও থাইরয়েডের গায়ের সঙ্গে লেগে থাকে, কিন্তু গ্রন্থিগুলো থেকে তৈরি হয় গুরুত্বপূর্ণ একটি হরমোন—প্যারাথাইরয়েড হরমোন।
প্যারাথাইরয়েড গ্রন্থি কী করে
প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন তৈরি হয়, তার কাজ অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ানো ও একই সঙ্গে কিডনির মাধ্যমে ক্যালসিয়াম বহির্গমনের নিয়ন্ত্রণ। আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ। ৯৯ শতাংশ ক্যালসিয়াম হাড়ে সঞ্চিত থাকে এবং ১ শতাংশ রক্তে পাওয়া যায়। কিন্তু এই ১ শতাংশই পেশি, হৃদ্যন্ত্র বা স্নায়ুর কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। তাই রক্তে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখা খুব জরুরি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- থাইরয়েড সমস্যা
- থাইরয়েড