ভারতে শেখ হাসিনা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের আলোচনা
শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়ে বিভিন্ন খবর আসার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেলিড ল্যামির সঙ্গে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জইসওয়াল নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়ে বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথোপকথন হয়েছে। বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।
৫ অগাস্ট তীব্র গণআন্দোলন ও জনরোষের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার দিন থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে বলাবলি হচ্ছে সেখান থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন। এর মধ্যেই ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কথোপকথন সেই গুঞ্জনকেই যেন চাঙ্গা করছে।